হে আল্লাহ একমাত্র আমি আপনার কাছেই আমার দুর্বলতার কথা জানাচ্ছি
একমাত্র আপনার কাছেই আমি আমার অভাবের কথা জানাচ্ছি
এবং মানুষের নিকট আমার অসম্মানের কথা একমাত্র আপনাকেই বলছি
এ আর হামার রহিমিন
আপনি তো প্রতিটি দুর্বল ব্যক্তির রব এবং আপনিই আমার রব
আপনি কার কাছে আমাকে ছেড়ে দিলেন এমন অচেনা মানুষদের কাছে যারা আমার ক্ষতি করতে চায়
নাকি আমার শত্রুর কাছে যাকে আপনি আমার চেয়ে অধিক শক্তি দিয়েছেন?
হে আল্লাহ যদি আপনি আমার উপর রাগ না করে থাকেন
তাহলে এর কিছুতেই আমার কিছু যাই আসে না
কিন্তু আপনারা আশ্রয় পেলে আমারে পরিস্থিতি আর একটু সহণীয় হবে
হে আল্লাহ আমি আপনার চেহারার নূরের কাছে আশ্রয় চাই
যা সব অন্ধকারকে উজ্জ্বল করে দিয়েছে যা দুনিয়া ও আখেরাতে সব বিষয়ে সংশোধক
আল্লাহ আপনার রাগ এবং অসন্তুষ্টি থেকে আমি রেহাই চাই
আল্লাহ এসব কাজই শুধু আপনাকে খুশি করবার জন্য করা করা
এবং আপনি ছাড়া কোন শক্তি নেই কোন ক্ষমতা নেই