🌧 বৃষ্টিময় রাতের গল্প
রাতের আকাশটায় যেন কোনো কষ্ট জমে ছিল সারাদিন, তাই বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। জানালার কাঁচে ধাক্কা খাচ্ছে বিন্দু বিন্দু জলকণা। এই শহরে এমন রাত খুব বেশি আসে না, কিন্তু যখন আসে, তখন যেন কিছু স্মৃতি জেগে ওঠে।
রিমা বসে আছে তার একলা ঘরের জানালার পাশে। ঘরের আলো নিভিয়ে শুধু বৃষ্টির শব্দ শুনছে। এই শব্দ যেন তার মনের ভেতরের একেকটা দাগ ধুয়ে দিচ্ছে। অনেকদিন পরে নিজের সঙ্গে দেখা হলো আজ তার।
তিন বছর আগে ঠিক এমন এক বৃষ্টির রাতেই আরিফ তার জীবনে এসেছিল। রাস্তার পাশে ছাতা ছাড়া দাঁড়িয়ে থাকা রিমাকে ছাতা দিয়েছিল সে, তারপর পরিচয়, বন্ধুত্ব আর ভালোবাসা। অথচ আজ… আজ সেই আরিফ নেই। না, সে মারা যায়নি। শুধু ভালোবাসাটা মরে গেছে, বুঝে গেছে রিমা।
তবু বৃষ্টির রাতগুলোতে রিমার মনটা কেমন করে ওঠে। পুরনো দিনগুলো মনে পড়ে। একসাথে ভিজে যাওয়া, রাস্তায় কাদা মেখে হাঁটা, আরিফের হাসির সেই চেনা রঙটা যেন আজো জানালার বাইরে খেলে বেড়ায়।
আজকের এই বৃষ্টিময় রাতে রিমা ঠিক করেছে, আর পুরনো কোনো স্মৃতি আঁকড়ে ধরে থাকবে না। সে জানে, বৃষ্টি যেমন মাটির গন্ধ এনে দেয়, তেমনই পুরনো ধুলাও ধুয়ে নিয়ে যায়। তাই সে নিজের ভেতরের বৃষ্টি দিয়ে নিজের ভাঙা অনুভূতিগুলো ধুয়ে দেবে।
তের গল্প
রাতের আকাশটায় যেন কোনো কষ্ট জমে ছিল সারাদিন, তাই বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। জানালার কাঁচে ধাক্কা খাচ্ছে বিন্দু বিন্দু জলকণা। এই শহরে এমন রাত খুব বেশি আসে না, কিন্তু যখন আসে, তখন যেন কিছু স্মৃতি জেগে ওঠে।
রিমা বসে আছে তার একলা ঘরের জানালার পাশে। ঘরের আলো নিভিয়ে শুধু বৃষ্টির শব্দ শুনছে। এই শব্দ যেন তার মনের ভেতরের একেকটা দাগ ধুয়ে দিচ্ছে। অনেকদিন পরে নিজের সঙ্গে দেখা হলো আজ তার।
তিন বছর আগে ঠিক এমন এক বৃষ্টির রাতেই আরিফ তার জীবনে এসেছিল। রাস্তার পাশে ছাতা ছাড়া দাঁড়িয়ে থাকা রিমাকে ছাতা দিয়েছিল সে, তারপর পরিচয়, বন্ধুত্ব আর ভালোবাসা। অথচ আজ… আজ সেই আরিফ নেই। না, সে মারা যায়নি। শুধু ভালোবাসাটা মরে গেছে, বুঝে গেছে রিমা।
তবু বৃষ্টির রাতগুলোতে রিমার মনটা কেমন করে ওঠে। পুরনো দিনগুলো মনে পড়ে। একসাথে ভিজে যাওয়া, রাস্তায় কাদা মেখে হাঁটা, আরিফের হাসির সেই চেনা রঙটা যেন আজো জানালার বাইরে খেলে বেড়ায়।
আজকের এই বৃষ্টিময় রাতে রিমা ঠিক করেছে, আর পুরনো কোনো স্মৃতি আঁকড়ে ধরে থাকবে না। সে জানে, বৃষ্টি যেমন মাটির গন্ধ এনে দেয়, তেমনই পুরনো ধুলাও ধুয়ে নিয়ে যায়। তাই সে নিজের ভেতরের বৃষ্টি দিয়ে নিজের ভাঙা অনুভূতিগুলো ধুয়ে দেবে।
রাতের আকাশটায় যেন কোনো কষ্ট জমে ছিল সারাদিন, তাই বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। জানালার কাঁচে ধাক্কা খাচ্ছে বিন্দু বিন্দু জলকণা। এই শহরে এমন রাত খুব বেশি আসে না, কিন্তু যখন আসে, তখন যেন কিছু স্মৃতি জেগে ওঠে।
রিমা বসে আছে তার একলা ঘরের জানালার পাশে। ঘরের আলো নিভিয়ে শুধু বৃষ্টির শব্দ শুনছে। এই শব্দ যেন তার মনের ভেতরের একেকটা দাগ ধুয়ে দিচ্ছে। অনেকদিন পরে নিজের সঙ্গে দেখা হলো আজ তার।
তিন বছর আগে ঠিক এমন এক বৃষ্টির রাতেই আরিফ তার জীবনে এসেছিল। রাস্তার পাশে ছাতা ছাড়া দাঁড়িয়ে থাকা রিমাকে ছাতা দিয়েছিল সে, তারপর পরিচয়, বন্ধুত্ব আর ভালোবাসা। অথচ আজ… আজ সেই আরিফ নেই। না, সে মারা যায়নি। শুধু ভালোবাসাটা মরে গেছে, বুঝে গেছে রিমা।
তবু বৃষ্টির রাতগুলোতে রিমার মনটা কেমন করে ওঠে। পুরনো দিনগুলো মনে পড়ে। একসাথে ভিজে যাওয়া, রাস্তায় কাদা মেখে হাঁটা, আরিফের হাসির সেই চেনা রঙটা যেন আজো জানালার বাইরে খেলে বেড়ায়।
আজকের এই বৃষ্টিময় রাতে রিমা ঠিক করেছে, আর পুরনো কোনো স্মৃতি আঁকড়ে ধরে থাকবে না। সে জানে, বৃষ্টি যেমন মাটির গন্ধ এনে দেয়, তেমনই পুরনো ধুলাও ধুয়ে নিয়ে যায়। তাই সে নিজের ভেতরের বৃষ্টি দিয়ে নিজের ভাঙা অনুভূতিগুলো ধুয়ে দেবে।
রাতের আকাশটায় যেন কোনো কষ্ট জমে ছিল সারাদিন, তাই বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। জানালার কাঁচে ধাক্কা খাচ্ছে বিন্দু বিন্দু জলকণা। এই শহরে এমন রাত খুব বেশি আসে না, কিন্তু যখন আসে, তখন যেন কিছু স্মৃতি জেগে ওঠে।
রিমা বসে আছে তার একলা ঘরের জানালার পাশে। ঘরের আলো নিভিয়ে শুধু বৃষ্টির শব্দ শুনছে। এই শব্দ যেন তার মনের ভেতরের একেকটা দাগ ধুয়ে দিচ্ছে। অনেকদিন পরে নিজের সঙ্গে দেখা হলো আজ তার।
তিন বছর আগে ঠিক এমন এক বৃষ্টির রাতেই আরিফ তার জীবনে এসেছিল। রাস্তার পাশে ছাতা ছাড়া দাঁড়িয়ে থাকা রিমাকে ছাতা দিয়েছিল সে, তারপর পরিচয়, বন্ধুত্ব আর ভালোবাসা। অথচ আজ… আজ সেই আরিফ নেই। না, সে মারা যায়নি। শুধু ভালোবাসাটা মরে গেছে, বুঝে গেছে রিমা।
তবু বৃষ্টির রাতগুলোতে রিমার মনটা কেমন করে ওঠে। পুরনো দিনগুলো মনে পড়ে। একসাথে ভিজে যাওয়া, রাস্তায় কাদা মেখে হাঁটা, আরিফের হাসির সেই চেনা রঙটা যেন আজো জানালার বাইরে খেলে বেড়ায়।
আজকের এই বৃষ্টিময় রাতে রিমা ঠিক করেছে, আর পুরনো কোনো স্মৃতি আঁকড়ে ধরে থাকবে না। সে জানে, বৃষ্টি যেমন মাটির গন্ধ এনে দেয়, তেমনই পুরনো ধুলাও ধুয়ে নিয়ে যায়। তাই সে নিজের ভেতরের বৃষ্টি দিয়ে নিজের ভাঙা অনুভূতিগুলো ধুয়ে দেবে।