বাংলাদেশে১০৯টি গেট খুলে দিয়েছে ভারতBy / August 26, 2024 ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যার মধ্যেই ফারাক্কা ব্যারেজের সোমবার (২৬ আগস্ট) এসব গেট খুলে দেয়া হয়। ফলে একদিনেই বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি।